Blog

Stories and resources

Read our last articles

অনলাইনে সেলস বৃদ্ধির জন্য কিভাবে ইকমার্স ওয়েবসাইট সাজাবেন

ইকমার্স তথা অনলাইনে কেনাকাটা করার যুগের অনেক আগে থেকেই যে মানুষ কেনাকাটার ক্ষেত্রে এক্সপেরিয়েন্সকে প্রাধান্য দেয় তা আমরা অ্যাপলের রিটেইল স্টোরগুলো দেখলেই বুঝতে পারি। অ্যাপলের স্টোরগুলো বানানো হয় বেশ বড় জায়গা নিয়ে যাতে মানুষ তাদের স্টোরে কেনাকাটা না করে কেবল ঘুরাঘুরি করে ভালো একটা সময় অতিবাহিত করতে পারেন। সাথে স্টোরগুলোর ছিমছাম পরিবেশ, ব্রাইট কালার ক্রেতাকে আকর্ষন করে প্রতি মুহূর্তেই। শপিং মলে গেলে অ্যাপল স্টোরগুলো না বেড়িয়ে আসাই যেত না যেন। ঠিক এই ধরণের এক্সপেরিয়েন্স এখন অনলাইনে নিয়ে আসতে দিনরাত কাজ করছে বিশ্বের বাঘা বাঘা সব জায়ান্ট কোম্পানি যেমন অ্যামাজন।

Get started now.

Join the league of 2500+ businesses who are relentlessly growing their business with Bonik

Get Started
Remote work